ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আমার ধারণা ছিল মাদ্রাসার ছাত্ররা একটু ভিন্ন ধরনের লাইফ লিড করে। ইন্টারনেটের সঙ্গে তাদের যোগাযোগ নেই। আমার ভুল ধারণা ছিল। আমি ভুল জানতাম।
রবিবার (৩০ জুন) দুপুর রাজধানীর সিরডাপ মিলনায়তনে মুভ ফাউন্ডেশনের ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম সাক্ষরতা’র গবেষণা প্রতিবেদন প্রকাশ ও সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মনিরুল ইসলাম বলেন, এ জরিপটি যদি ৬ মাস আগে পরিচালনা করা হতো আমি খুব আশ্চর্য হতাম। কেননা ৬ মাস আগে আমার ধারণা ছিল, মাদ্রাসার ছাত্ররা একটু ভিন্ন ধরনের লাইফ লিড করে। ইন্টারনেটের সঙ্গে তাদের যোগাযোগ নেই। সাইবার স্পেস কী জিনিস এটা বোঝে না। কিন্তু গত ৬ মাস ধরে ইউএনডিপির সহায়তায় আমরা একটা কাজ করেছিলাম সচেতনতা বৃদ্ধি নিয়ে। অনেকগুলো ওয়ার্কশপ, সেমিনার করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছিল। তখন আমি জানতে পারি মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমরা যেটা মনে করি, সেটা ভুল ধারণা ছিল। আমি ভুল জানতাম।
You may also read it in this link: http://www.banglatribune.com/others/news/497801
Leave a Reply