আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষে মুভ ফাউন্ডেশন ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য: আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজধানীর বারিধারায় অ্যাসকট প্যালেসে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ব্যবস্থাপনা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মুভ ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট সাইফুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাস্তব জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসহিষ্ণু আচরণ, ঘৃণাবাচক বক্তব্য এবং অপতথ্য ছড়ানো বন্ধ করতে হবে। এজন্য যথাযথ ধর্মীয় বিধান অনুসরণ করতে হবে।
ধর্মীয় ইস্যুতে প্রতিক্রিয়া দেখানো ও সহিংসতা রোধে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও মত দেন বক্তারা। পাশাপাশি সামাজিক মাধ্যমে তথ্য ব্যবস্থাপনা শেখাতে শিক্ষাক্রমে নাগরিকত্ব শিক্ষা ও গণমাধ্যম স্বাক্ষরতা যুক্ত করার প্রয়োজনীয়তাও উঠে আসে আলোচনায়।
আলোচনা সভায় মিরপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রিন্সিপা মাওলানা ওয়াহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ুর রহমান খান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর জামে মসজিদের খতীব মাওলানা মুফতী আখতারুজ্জামান, ডিএমপির এডিসি এস. এম. নাজমুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির উপাচার্য এ.বি.এম. রাশেদুল হাসান, কলামিস্ট গৌতম দাস ও শাইখ মুহাম্মাদ উছমান গনী, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদির, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুহাম্মাদ আবু ইউছুফ, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানীসহ ধর্মীয় চিন্তাবিদরা উপস্থিত ছিলেন.
To see the report: বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply