মুজিববর্ষ উপলক্ষে সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে তরুণদের নিয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে মুভ ফাউন্ডেশন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. মুনির হোসেন খান।
সেমিনারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য আমাদের সামাজিক জীবনে কি বিরূপ প্রভাবে ফেলে তা তুলে ধরা হয়। পাশাপাশি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে থাকা ছদ্মবেশী অপতথ্য খুঁজে বের করার উপায় এবং এ বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির কৌশল আলোচনা করা হয়। যোগাযোগ মাধ্যমের শিষ্টাচার এবং অপতথ্য মোকাবেলায় প্রচলিত আইনের বিষয় গুলোও উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির মুভের শিক্ষামূলক এ ধরনের অনন্য উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ব্যাপারে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। এখানে দুর্বল, নারী ও সংখ্যালঘুরাই সহিংসতার শিকার হয়।
মুভ ফাউন্ডেশন আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুভ ফাউন্ডেশনের এই সেমিনারকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের গণমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিতে সাহায্য করবে। পাশাপাশি সতর্কভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরও কেউ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
To Read the News : Click
To Read the News from other Sources:
Leave a Reply